নাশকতায় মদদ দিলে ব্যবস্থা : হানিফ
দিরিপোর্ট প্রতিবেদক : ‘বিরোধী দলের যেসব নেতাদের বিরুদ্ধে নাশকতায় মদদ দেয়ার অভিযোগ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।’ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন।
বিরোধী দলের ৬ জন কেন্দ্রীয় নেতাকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আরো গ্রেফতার করা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ এ সব কথা বলেন।
বিরোধী দলের সহিংসতা দেশব্যাপি ছড়িয়ে পড়েছে এতে কি মনে হয় তারা নির্বাচন ঠেকিয়ে দেবে? জবাবে হানিফ বলেন, ‘সহিংসতা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। এতে বিরোধী দলও অংশ নিবে বলে আমি আশা করি। নির্বাচন ঠেকানোর সুযোগ, অধিকার ও ক্ষমতা কারো নেই।’
বিরোধী দলের নির্বাচনে অংশ নেয়ার পর্যাপ্ত সময় আছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অবশ্যই। বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। তারা আমাদের আশ্বস্থ করেও এখন দেশবাসীর সঙ্গে ধোকাবাজি করছে। জনগণ বিরোধী দলের নাশকতা চায় না। তারা নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে। আজকের স্বাভাবিক জীবনযাত্রা তারই প্রমাণ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
(দিরিপোর্ট/এইউএ/এমসি/নভেম্বর ২৬, ২০১৩)