বেঙ্গালুরুতে বিদ্যালয়ের ভবন ধসে নিহত ৩
দিরিপোর্ট ডেস্ক : ভারতের কর্ণাটক প্রদেশের রাজধানী বেঙ্গালুরুর দক্ষিণাঞ্চলে মঙ্গলবার সকালে একটি বিদ্যালয়ের ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন।
আদুগোদি এলাকায় পদ্মভাতি উচ্চ বিদ্যালয়ের ওই ভবনটিতে ধসে পড়ার আগে আগুন ধরে যায় বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।
উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতরা বিদ্যালয়ের শিক্ষার্থী কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পদ্মভাতি উচ্চ বিদ্যালয় আদুগোদি এলাকায় গোপালাপ্পা ব্লকে অবস্থিত। ১৯৭০ সালে স্থাপিত এই বিদ্যালয়টি কর্নাটক মাধ্যমিক শিক্ষা পরীক্ষার বোর্ড কর্তৃক অনুমোদিত। সূত্র: জিনিউজ, এনডিটিভি।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)