সূচকের ওঠানামায় লেনদেন চলছে
দিরিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
মঙ্গলবার বেলা ১টা ৪০ মিনিটে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম কমেছে ১৮৮টির, বেড়েছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
অপরদিকে মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- সামিট পূর্বাঞ্চল, প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, আরএন স্পিনিং, বেঙ্গল প্লাস্টিক, যমুনা অয়েল, জেনারেশন নেক্সট, গোল্ডেন হারভেস্ট, অলিম্পিক, ফু-ওয়ান ও বিডি বিল্ডিং।
অন্যদিকে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট কমে চার হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় ৭৫০ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯১ কোটি টাকা।
(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৬, ২০১৩)