বৃহস্পতিবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল
সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সদর উপজেলার বহুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছাকমান হোসেন নিহত ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর কায়েম সবুজের মুক্তির দাবিতে এ হরতাল আহবান করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লা থেকে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নুর কায়েম সবুজকে আটক করে। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে ঘিরে ফেললে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছাকমান হোসেন নিহত ও অন্তত ১০ জন আহত হয়।
নিহত ছাকমান হোসেন (৩০) সদর উপজেলার মাছুয়াকান্দি গ্রামের সামেদ আলীর ছেলে।
এই ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি বেলা ১২টায় এক জরুরি বৈঠকে বসে। বৈঠক থেকে বৃহস্পতিবার হরতালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
(দিরিপোর্ট/আরএ/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)