দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ইস্টার্ন প্লাজার সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অগিদগ্ধ হয়েছে অটোরিকশা চালক।

আরোহী নেমে গিয়ে ভাড়া দেওয়ার সময় পেট্রোল ঢেলে অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীসূত্র জানায়।

আরোহী সৌমেন হাজরা দিরিপোর্টকে জানান, গুলশান থেকে ১১টার সময় রওনা দিয়ে ইস্টার্ন প্লাজার সামনে আসি। ভাড়া দেওয়ার সময় দুইজন লোক কিছু বুঝে ওঠার আগেই পেট্রোল ঢেলে সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। এতে ভিতরে থাকা চালক অগ্নিদগ্ধ হয়। পরে আমি চালককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

আহত চালকের নাম সাবেদ আলী (৩৩)। সে ৫২ নম্বর বাসাবো কালিমন্দির এলাকায় থাকে।

ঢাকা মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. পার্থশঙ্কর পাল জানান, তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করেন।

(দিরিপোর্ট/এসআর/এপি/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)