‘নাশকতার সঙ্গে জড়িত বড় নেতাও গ্রেফতার হবেন’
দিরিপোর্ট প্রতিবেদক : নাশকতাসহ যে কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে যত বড় নেতাই জড়িত থাকুক না কেন তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, নাশকতা, রেললাইন উপড়ে ফেলা, হত্যাসহ যে কোন ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত বড় নেতাই হোন না কেন তাকে গ্রেফতার করা হবে।
বিএনপি নেতা হান্নান শাহকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানান শামসুল হক টুকু।
দেশেকে অচল করে দেওয়ার হুমকি রাষ্ট্রদ্রোহিতার শামিল মন্তব্য করে টুকু বলেন, ১৮ দলের অবরোধের এই সহিংস কর্মসূচির মাধ্যমে প্রমাণ হলো তারা শান্তিপূর্ণ নির্বাচন চায় না। এসবের দায় খালেদা জিয়াকেই নিতে হবে।
রেললাইন সচল রাখার জন্য বিজিবি, র্যাব ও পুলিশকে পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে জনগণেকে সহযোগিতা করতে হবে। যারা এসব নাশকতার সঙ্গে জড়িত তাদের সনাক্ত করার জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।
(দিরিপোর্ট/আরএমএম/এপি/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)