মেসিকে ছাড়াই খেলবে বার্সা
দিরিপোর্ট ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাজাক্সের বিপক্ষে বার্সেলোনা খেললেও দেখা যাবে না লিওনেল মেসিকে।হ্যামস্ট্রিং ইনজুরির জন্য এ বছর বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না টানা ৪ চার ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা এই ফরোয়ার্ড।
গত সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল বার্সা ও আজাক্স। খেলায় ৪-০ গোলে জেতে স্পেনের ক্লাবটি। ওই খেলায় হ্যাটট্রিক করেন মেসি।
স্পেনের লা লিগায় খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মেসি। সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে তাকে ৬-৮ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু মাঠে ফিরতে মরিয়া মেসি জানিয়ে ছিলেন খুবই দ্রুত ফিরবেন তিনি।
মেসি আশা ব্যক্ত করলেও এ বছর তার খেলা হচ্ছে না। বার্সা কোচ গেরার্দো মার্তিনো জানিয়েছেন, আপাতত মেসিকে ছাড়াই প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করবে দল।’
(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২৬, ২০১৩)