‘নিষেধাজ্ঞা সমঝোতার পথে অন্তরায় নয়’
রবিবার সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তীকালীন সরকারে অংশ নিতে আওয়ামী লীগ বিএনপিকে চিঠি দেবে কিনা- জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘অপেক্ষা করুন, দেখুন, সামনের কয়েক দিন অনেক কিছু দেখতে পাবেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভাষণকে ইতিবাচকভাবে দেখতে হবে। এর মাধ্যমে সংলাপ-সমঝোতার পথে নতুন দরজা খুলে গেছে। বিরোধী দলের এ সম্ভাবনা কাজে লাগানো উচিত।’
২৫ অক্টোবরের পর দেশে কী হবে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘২৫ অক্টোবরের পর দেশে আকাশ ভেঙ্গে পড়বে না। সংবিধান অনুযায়ী দেশে সরকার থাকবে।’
অন্যান্য সময়ের চেয়ে এবার ঈদে মানুষকে বেশি স্বস্তি দিতে পেরেছেন দাবি করে মন্ত্রী বলেন, এ জন্য আমরা সন্তোষ প্রকাশ করছি। গত দু’একদিনে যেহেতু যানজট লাগেনি তাই সামনে যানজট হবে বলে মনে হয় না।
তিনি আরো বলেন, ২২ মাসের মন্ত্রী হিসেবে নিজেকে সফল মন্ত্রী হিসেবে আমি দাবি করতে পারি না।
(দিরিপোর্ট২৪/আরএম/এমএআর/এমডি/অক্টোবর ২০, ২০১৩)