দিরিপোর্ট ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবিয়ান প্রদেশে বিমান হামলায় আল-কায়েদার ১২ সদস্য নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মেহফেদ এলাকায় গাড়ি দিয়ে যাওয়ার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকে চালানো এ হামলায় নিহতদের পরিচয় জানতে তদন্ত চলছে।

দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আরব উপদ্বীপের আল-কায়েদার (একিউএপি) সদস্যদের লক্ষ্য করে প্রায়ই বিমান হামলা চালানো হয়। সামরিক অভিযান সত্ত্বেও ওই অঞ্চলে একিউএপি এখনো বেশ শক্তিশালী।

ওই অঞ্চলে একিউএপি’র সদস্যদের দমনে যুক্তরাষ্ট্রও প্রাযই ড্রোন হামলা চালায়।

প্রসঙ্গত, ইয়েমেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পিতৃভূমি। দেশটি একিউএপি’র শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সূত্র: এএফপি

(দিরিপোর্ট/কেএন/এসকে/নভেম্বর ২৬, ২০১৩)