বুধবারের সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা শুক্রবার
দিরিপোর্ট প্রতিবেদক : অবরোধের কারণে বুধবারের প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
সচিবালয়ে মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
প্রাথমিক সমাপনীতে বুধবার প্রাথমিক বিজ্ঞান ও ইবতেদায়ীতে আরবি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তাই পরীক্ষা পরিবর্তন করতে বাধ্য হয়েছি।’
এর আগে সকালে শিক্ষামন্ত্রী বুধবারের অবরোধ প্রত্যাহারে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘বিরোধী দলের পদক্ষেপ দেখে বিকেল তিনটায় পরীক্ষা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, এবার প্র্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু হয়। সর্বমোট ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে প্রাথমিকে পরীক্ষার্থী ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়ীতে পরীক্ষার্থী তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন।
(দিরিপোর্ট২৪/আরএমএম/এমএইচও/এনডিএস/নভেম্বর ২৬, ২০১৩)