এবার চাঁদের দিকে হাত বাড়ালো চীন

দিরিপোর্ট ডেস্ক : ধীরে ধীরে নিজেদের অন্যতম বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে চীন। বিশ্ব মোড়লদের মতো বিশ্ব ছাড়িয়ে মহাকাশে নিজেদের পদচারণা অব্যাহত রাখতে দেশটি কাজ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী মাসে দেশটি প্রথমবারের মতো চাঁদে অভিযান চালাবে। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জিনহুয়া মঙ্গলবার এ তথ্য জানায়। খবর সিএনএনের।
চীনের জাতীয় প্রতিরক্ষা বিভাগের বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প প্রশাসনের এক মুখপাত্র জানান, চ্যাং-৩ নামে একটি মহাকাশ যান ডিসেম্বরের শুরুর দিকে চাঁদের অভিমুখে যাত্রা করবে। ওই মাসের মধ্যেভাগেই তা চাঁদে অবতরণ করতে পারবে বলে আশা করা যাচ্ছে।
দেশটির দক্ষিণের সিচুয়ান প্রদেশ থেকে ওই থ্রিবি রকেটটি উৎক্ষেপন করা হবে।
বছর দশেক আগে দেশটি প্রথমবারের মতো মহাকাশে যান পাঠায়।
এখন পর্যন্ত নামকরণ না করা এ অভিযানে মহাকাশ যানটি চাঁদের চারদিকে ঘুরে তার মাটিতে অবতরণ করবে।
চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, এ যানটির প্রায় ৮০ শতাংশ যন্ত্রপাতিই নতুন।
২০০৭ ও ২০১০এ চ্যাং-১ ও চ্যাং-২ এর সফল অভিযানের পর এবারের অভিযানও সফল বলে চীনা সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
(দিরিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)