জেদ্দায় সাড়ে ১০ হাজার ভিক্ষুক গ্রেফতার

দিরিপোর্ট ডেস্ক : সৌদি আরবের রাজধানী জেদ্দায় গত এক বছরে প্রায় সাড়ে ১০ হাজার ভিক্ষুককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এক সৌদি সরকারি কর্মকর্তা। গ্রেফতার হওয়া ভিক্ষুকদের মধ্যে মাত্র ৪২ জন সৌদির নাগরিক। খবর গাল্ফনিউজের।
জেদ্দা শহরের ভিক্ষাবৃত্তি বিরোধী ব্যুরো মঙ্গলবার জানায়, গত এক বছরে মোট ১০ হাজার ৪৯৮ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়েছে।
ব্যুরো জানায়, ১০ হাজার ৪৫৬ জন বিদেশি ভিক্ষুককে সৌদি পুলিশ ও পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। বাকি ৪২ জন সৌদি ভিক্ষুককে আর কখনও এ পেশায় না আশার শপথ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ব্যুরো জানায়, ওই ৪২ জনের মধ্যে যারা পকৃতপক্ষেই উপায়হীন তাদেরকে বিভিন্ন সমাজকল্যাণ ও দাতব্য সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।
সৌদি সরকার বেশ কিছুদিন ধরেই ভিক্ষুকদের উপদ্রব নিয়ে স্থানীয় গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে আসছিল। ওই সব বিজ্ঞপ্তিতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে সতর্ক করে দেওয়া হয়।
(দিরিপোর্ট/এআইএম/এসকে/নভেম্বর ২৬, ২০১৩)