পুরুষদেরও হতে পারে স্তন ক্যান্সার
নিউ ইয়র্কের রোচেস্টারের ৫৯ বছর বয়সী হার্ভে সিঙ্গার দুই তরুণের বাবা। তিনি কখনোই ভাবেননি স্তন ক্যান্সারের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। কিন্তু তার মা ও বোন এই রোগে আক্রান্ত হবার কয়েক বছরের মধ্যে তিনি নিজেই আক্রান্ত হয়ে পড়েন।
২০০৮ সালে তার বয়স যখন ৫৪ বছর তখন জানতে পারেন স্তন ক্যান্সারের প্রথম পর্যায়ে আছেন তিনি। দেড় বছর চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে সুস্থ্য আছেন।
সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্রে প্রতি একশো নারীর সঙ্গে মাত্র একজন পুরুষ ক্যান্সারের চিকিৎসা নিয়ে থাকেন। এতে বোঝা যাচ্ছে রোগটি পুরুষদের মধ্যে অত্যন্ত কমই হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুরুষরা দেরিতে পরীক্ষা করিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে রোগটি যখন খারাপভাবে শরীরের অন্য অঙ্গে ছড়িয়ে যায়, তারা তখন চিকিৎসকের শরণাপন্ন হন।
ধারণা করা হচ্ছে ২০১৩ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে ২ হাজার ২৪০ জন পুরুষ এই রোগের জন্য চিকিৎসকের মুখোমুখি হবেন। ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের মতে, তাদের মধ্যে প্রায় চারশজন মারা যাবেন। অন্যদিকে একই সময়ে প্রায় দুই লাখ নারী নতুন করে স্তন ক্যান্সারের চিকিৎসা নিবেন। তাদের মধ্যে চল্লিশ হাজার জনের মৃত্যুর সম্ভাবনা আছে।
স্তন ক্যান্সার নিয়ে সিঙ্গার নিজের অভিজ্ঞতাকে কাজ লাগাচ্ছেন। তিনি এই অভিজ্ঞতাকে সচেতনতা বাড়াতে ব্যবহার করছেন। স্তন্ ক্যান্সারের নারী ও পুরুষের আলাদা আলাদা চিকিৎসার দাবি তুলেছেন তিনি।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২০, ২০১৩)