খুলনা সংবাদদাতা : খুলনার কদমতলা মোড়ে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে সিটি মেয়র মনিরুজ্জামান মনি ও সদর থানার সহকারী পুলিশ কমিশনারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এছাড়া নগরীর পাওয়ার হাউস মোড়ে পুলিশের গুলিতে ছাত্রদলের ৪ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ১৮ দলের অবরোধ চলাকালে মঙ্গলবার পৃথক এ ঘটনা ঘটে।

খুলনা নগর গোযেন্দা পুলিশের (সিটিএসবি) সহকারী কমিশনার মির্জা সাইম মাহমুদ জানান, বেলা ১১টার দিকে কদমতলা মোড়ে ১৮ দলের নেতাকর্মীরা ভাঙচুর শুরু করে। তখন অপর পক্ষ হামলাকারীদের বাধা দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে। এ সময়ে প্রতিপক্ষের হামলায় খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি আহত হন।

এছাড়া আহত হযেছেন খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার টিএম মোশাররফ হোসেন। শহরে পুলিশের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে সকাল আটটার দিকে ১৮ দল মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে চারজন ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হন। অবরোধকারীরা এ সময় গাড়ি ভাংচুর করে।

(দিরিপোর্ট/ওএস/এনডিএস/নভেম্বর ২৬,২০১৩)