ক্রীড়া উন্নয়ন ও সুষ্ঠু জাতীয় নির্বাচনই আমার লক্ষ্য : ক্রীড়া প্রতিমন্ত্রী
দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়া উন্নয়ন ও একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলববার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘ক্রীড়ার উন্নয়ন ও একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন জাতিকে উপহার দেয়াই আমার লক্ষ্য।’ তিনি আরো যোগ করেছেন, ‘ক্রীড়ার মাধ্যমে আন্তর্জাতিক সুনাম বয়ে আনার পাশাপাশি একটি উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব।’
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী মো. মুজিবুল হককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছে। পরে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায় ক্রীড়া পরিষদের সার্বিক কর্মকাণ্ডের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন। এসময় যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রেখেছেন যুগ্ম সচিব আব্দুর রহমান।
(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৬, ২০১৩)