ভারতে আবারও গণধর্ষণ

দিরিপোর্ট ডেস্ক : ভারতের বেঙ্গালোরুতে ১৬ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। ওই ধর্ষণের ঘটনায় পাঁচ ব্যক্তি জড়িত থাকলেও এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।
২০১২ সালে ডিসেম্বরে দিল্লিতে বাসের ভেতর এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের পর বাস থেকে ফেলে দেওয়া হয়। ওই ঘটনার পর সারা ভারত জুড়ে ধর্ষণের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন তৈরি হলেও এখনও দেশটিতে গণধর্ষণের ঘটনা ঘটছে।
পুলিশ জানায়, শনিবার রাতে ওই কিশোরী ২৫ বছর বয়সী তার এক পরিচিতের সঙ্গে সিনেমা দেখতে যায়। সিনেমা দেখা শেষে ওই লোক তাকে কেন্দ্রীয় বেঙ্গালোরুরের এক নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় আরো চার ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করে।
ধর্ষণের পর দুর্বৃত্তরা কিশোরীকে ফেলে রেখে চলে যায়। কিশোরী আহত অবস্থায় বাড়িতে ফিরে তার মা-বাবাকে বিষয়টি জানায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। বর্তমানে ওই কিশোরীর অবস্থা স্বাভাবিক আছে।
(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)