দিরিপোর্ট২৪ ডেস্ক : বাংলাদেশের ১০০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল সোমবার ভারত সফরে যাচ্ছে। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরো নিবিড় করা এবং মতামত-দৃষ্টিভঙ্গি বিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২১ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ সফরের আয়োজন করা হয়েছে।


প্রতিনিধি দলে সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, ছাত্র-ছাত্রী, সঙ্গীত শিল্পী রয়েছেন। প্রতিনিধি দলটি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ ভারতের রাজধানী নয়া দিল্লি, আগ্রা এবং মহীশুর সফরের সুযোগ পাবেন। এছাড়া ভারতের বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনা দেখার সুযোগ পাবে তারা।

(দিরিপোর্ট২৪ডটকম/ওএস/এইচএস/এমডি/অক্টোবর ২০, ২০১৩)