রাজধানীতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধে সহিংসতা অব্যাহত রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অবরোধে থেমে নেই যানবহন ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের শুরুতে খুব বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা না ঘটলেও সন্ধ্যায় ব্যাপকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধানমন্ডি আবাহানী মাঠের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। একই সময় নারায়ণগঞ্জ-ফতুল্লা রোডে ৫টি সিএনজি ভাঙচুর, সিদ্দিরগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ, গ্রিন লাইন হসপিটালের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ও একটি বাসে অগ্নিসংযোগ, মহাখালী বাসস্ট্যান্ডে চারটি ককটেল বিস্ফোরণ, গুলিস্তান জিরো পয়েন্টে একটি, জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে বিএমই ভবনের সামনে একটি, বিএনপি পার্টি অফিসের সামনে ও দক্ষিণ বনশ্রীতে দুইটি করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ প্রসঙ্গে ডিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বলেন, ‘রাজধানী ও আশপাশের এলাকায় কিছু বিক্ষিপ্ত নাশকতার ঘটনা ঘটছে। প্রশাসন এ ঘটনাগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য সতর্কাবস্থানে রয়েছে।’
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় ১৮ দলীয় জোট।
(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/নভেম্বর ২৬, ২০১৩)