লক্ষ্মীপুর সংবাদদাতা : জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অবরোধ চলাকালে মঙ্গলবার দুপুরে বিএনপি-জামায়াতকর্মীরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।

হামলায় আওয়ামী লীগের পাঁচকর্মী আহত হয়েছেন। এ ছাড়াও ছাত্রলীগ নেতা ইমরান হোসেন সুজনের রগ কেটে দিয়েছে বিএনপি-জামায়াতকর্মীরা। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. বাবলুর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর বারোটায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বাড়ি যাওয়ার সময় বিএনপি-জামায়াকর্মীরা আওয়ামী লীগকর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় ছাত্রলীগ নেতা ইমন হোসেন, মো. রাসেদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হন।

এ ছাড়া বিএনপি-জামায়াতকর্মীরা চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে শাখা ছাত্রলীগ সভাপতি মো. সুজনকে মার্কেট এলাকায় প্রকাশ্যে রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান নিজাম অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতকর্মীরা আওয়ামী লীগ সমাবেশে হামলা করে। এ ছাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সুজনের রগ প্রকাশ্যে কেটে দেয়।

তিনি দ্রুত হামলায় জড়িতদের গ্রেফতার করার দাবি জানান।

চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচকে/এমএইচও/এসবি/নভেম্বর ২৬, ২০১৩)