দ্য রিপোর্ট ডেস্ক : কিছু সংখ্যক গ্রিক নাগরিকের স্বাস্থ্য সুবিধার বিনিময়ে নিজ দেহে এইচআইভি ভাইরাসের ইনজেকশন নেওয়ার প্রতিবেদনটি প্রত্যাহার করেছে হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। এর আগে হু এক প্রতিবেদনে জানায়, গ্রিসের কিছু মাদকাসক্ত ব্যক্তি মাসিক ৯৫০ ইউএস ডলারের স্বাস্থ্য সুবিধার বিনিময়ে নিয়মিত এইচআইভি ইনজেকশন নেয়। খবর আলজাজিরার।

হু’র এক মুখপাত্র গ্লেন থমাস মঙ্গলবার জানান, এ প্রতিবেদনের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাটির হাতে নেই। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

হু’র ওই প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু মাদকাসক্ত ব্যক্তি মাসিক অর্থ ও স্বাস্থ্য সুবিধার বিনিময়ে নিয়মিত নিজ দেহে এইচআইভি ইনজেকশন নিত।

প্রতিকল্পন পোগ্রামের আওতায় তাদের এ সুবিধা দেওয়া হত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

এর আগে স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানচেটের এক প্রতিবেদন দেখে হু ওই প্রতিবেদন প্রকাশ করে।

প্রসঙ্গত, সম্প্রতি গ্রিসে এইচআইভি আক্রান্তের হার ৫২ শতাংশ বেড়ে গেছে।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৬, ২০১৩)