দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিরোধীরা রাজধানী দামেস্কের উত্তরাঞ্চলীয় একটি শহরতলীতে দশজন হাসপাতাল কর্মকর্তাসহ ১২ জনকে হত্যা করেছে। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। খবর জিনহুয়ার।

সানা জানিয়েছে, পাঁচজন ডাক্তার, পাঁচজন নার্স ও দুই জন ড্রাইভারকে দেইর আত্তিহে শহরে হত্যা করা হয়। তবে সংবাদ সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।

দেইর আত্তিহে শহরে সাম্প্রতিক সময়ে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে দেশটির সেনাবাহিনী পার্শ্ববর্তী কারা শহর থেকে এই গ্রুপ থেকে তাড়িয়ে দিতে সমর্থ হয়েছিল।

এদিকে সিরিয়ার সেনাবাহিনী এ ঘটনার জবাবে ওই এলাকার আশেপাশে বিরোধীদের অবস্থানে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/আদসি/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)