দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় ককটেল বিস্ফোরণে আহত ব্যাংক কর্মচারী আনোয়ারা বেগম আনু (৫৫) মারা গেছেন।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে খিলাগাঁও তিলপাপাড়া ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চল দুই অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হলে একটি সরাসরি তার মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০৪ নং ওয়ার্ডে ভর্তি করান।

চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার ভোর ৪টার দিকে মারা যান।

তার মেয়ে নাসিমা আক্তার জানান, আমার বাবা মারা যাওয়ার পর মা মালিবাগ শাখা ন্যাশনাল ব্যাংকের বাবুর্চি হিসেবে চাকরি নেন। থাকতেন দক্ষিণ গোড়ান শান্তিপুরের ২৮৯ নাম্বার বাসায়। মঙ্গলবার তিনি অফিস শেষ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগমের গ্রামের বাড়ি বাগেরহাট সদরের কোটাপাড়ায়। তার স্বামীর নাম মৃত দেলোয়ার হোসেন।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)