দ্য রিপোর্ট ডেস্ক: ইরাকের বিচার মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, সন্ত্রাসের অভিযোগে দুই দিন আগে দেশটিতে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার দেশটিকে মৃত্যুদণ্ড রহিত করতে আবেদন জানানোর পরও তারা এই দণ্ড কার্যকর করল। খবর জিনহুয়ার।

বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা সবাই ইরাকের নাগরিক। তারা জানিয়েছে, ইরাকের আইন অনুযায়ী রবিবার ওই ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্কর করা হয়েছে।

ইরাকে মৃত্যুদণ্ড প্রদানের হার বেড়ে যাওয়ায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে এ ধরনের শাস্তির বাস্তবায়ন বন্ধের আহবান জানিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিচার ব্যবস্থা ত্রুটিপূর্ণ উল্লেখ করে এ ধরনের শাস্তির সমালোচনা করেছে।

২০০৩ সালের ১০ জুন ইরাকে মৃত্যুদণ্ড প্রথা রহিত করা হয়েছিল। কিন্তু দেশটি ২০০৪ সালের ৮ আগস্ট আবারও এই শাস্তি চালু করে।

(দ্য রিপোর্ট/আদসি/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)