দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তিকে রাশিয়ার অর্থনীতির জন্য ‘বড় হুমকি’ হিসেবে অভিহিত করেছেন। পুতিন এই চুক্তিকে নির্দেশ করে বলেন, এটি হলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিদ্যমান মুক্ত-বাণিজ্যের কারণে ইউরোপীয় পণ্যে রাশিয়ার বাজার ছেয়ে যাবে। খবর বিবিসির।

ইতালি সফরকালে প্রেসিডেন্ট পুতিন বলেন, এই চুক্তি হলে রাশিয়ার বাজারে এর প্রভাব পড়বে। দেশটির বিশ্লেষকরা বলছেন, এই চু্ক্তি হলে ভালমান ও তুলনামূলক কম দামের কারণে ইউক্রেন হয়ে এসব পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে রাশিয়ার বাজারে প্রবেশ করবে।

পুতিন বলেন, রাশিয়ার কৃষি, গাড়ি এবং বিমান শিল্পে এর প্রভাব পড়বে। আর এ কারণে হঠাৎ করেই অনেক লোক বেকার হয়ে যাবে। তিনি বলেন, আমরা ইউরোপীয় পণ্যের জন্য এখনও প্রস্তুত নই।

এদিকে ইউক্রেন জানিয়েছে যে, ইউরোপের সঙ্গে এই মু্ক্ত বাণিজ্য চু্ক্তির না করার ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে চাপ রয়েছে। যদিও পুতিন ইউক্রেনের এই অভিযোগ অস্বীকার করেছেন। বরং ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তি করতে ইউক্রেনকে ‘ব্ল্যাকমেইল’ করছে বলে তিনি অভিযোগ করেন।

(দ্য রিপোর্ট/আদসি/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)