দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে জাতীয় নদী রক্ষা কমিশনের অনুসন্ধান কমিটির আহবায়ক করা হয়েছে।

অনুসন্ধান কমিটির সদস্য ও সদস্য-সচিব হলেন যথাক্রমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আইনুন নিশাত এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আলাউদ্দিন।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য তিন সদস্যের এ অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ৯ অক্টোবর এ সংক্রান্ত আদেশ জারির তথ্য রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনুসন্ধান কমিটি ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যের কমিশন গঠন করবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুসন্ধান কমিটি জাতীয় নদী রক্ষা কমিশন আইন অনুযায়ী কমিশনের চেয়ারম্যানসহ পাঁচজন মুখ্য ও বিকল্প সদস্যের প্রাথমিক নাম নির্বাচন করবে। এছাড়া কমিশনের জন্য নির্বাচিত সদস্যদের মধ্যে একজন চেয়ারম্যান মুখ্য ও বিকল্প এবং একজন সার্বক্ষণিক সদস্য মুখ্য ও বিকল্প, অপর তিনজন মুখ্য ও বিকল্প অবৈতনিক সদস্যের নাম সুপারিশ করবে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে এ সুপারিশ উপস্থাপন করবে।

নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ, শিল্প কারখানা থেকে সৃষ্ট নদী দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহনযোগ্য হিসেবে গড়ে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’ প্রণয়ন করা হয়। জাতীয় সংসদে আইনটি পাসের পর ২২ জুলাই রাষ্ট্রপতি এতে সম্মতি দেন।

(দিরিপোর্ট২৪/রানা মাসুদ/এমএআর/এমডি/অক্টোবর ২০, ২০১৩)