সিলেট সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুর ১২টায় গোলাপগঞ্জের চৌমুহনীতে এ ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বুধবার দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে। এসময় তাদের গতিবিধি লক্ষ্য করে পুলিশ।

জামায়াত-শিবির নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই হঠাৎ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ছোড়ে। একইসঙ্গে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনার পর পুরো গোলাপগঞ্জ উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী দ্য রিপোর্টকে জানান, জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে দেখা মাত্রই ইটপাটকেল ছোড়ে মারে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে এই মূহুর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমসি/নভেম্বর ২৭, ২০১৩)