জাফর ইকবাল ও ইয়াসমিন হকের পদত্যাগপত্র প্রত্যাহার
সিলেট সংবাদদাতা : একাডেমিক কাউন্সিলের অনুরোধে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক। বুধবার বেলা ২টা ৪০ মিনিটে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে দুপুরে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা স্থগিতের পাশাপাশি পদত্যাগী শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হককে পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে তারা পদত্যাগপত্র প্রত্যাহার করেন।
গুচ্ছ পদ্ধতিতে শাবির ভর্তি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৫টায় ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক ভিসির কাছে পদত্যাগপত্র প্রদান করেন।
(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এএস/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)