চুয়াডাঙ্গায় সহিংসতা ছাড়াই অবরোধ চলছে
চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলায় সহিংস ঘটনা ছাড়াই পালিত হচ্ছে ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি। জেলার ১৮ দলের অবরোধ কর্মসূচি পালনের সম্ভাব্য এলাকাগুলো বুধবার সকাল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে চলে যায়। এ কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার ভয়ে দলের কোন নেতা-কর্মী রাস্তায় বের হয়নি।
গোট চুয়াডাঙ্গা জেলার কোথাও ১৮ দলের নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা ও উপজেলা শহর থেকে কোন দূরপাল্লার যানবাহন ছাড়েনি। আন্তঃজেলা পরিবহনগুলোও বন্ধ ছিলো।
ইজিবাইক, স্যালো ইঞ্জিনচালিত অবৈধ আলমসাধু, নসিমন, করিমনসহ ছোটখাটো মোটরযান চলাচল করতে দেখা গেছে।
অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা মাসের শেষে তাদের কাজে নিয়োজিত শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। আয়ের উৎস বন্ধের কারণে তারা চরম সমস্যায় দিন কাটাচ্ছেন।
বিদ্যালয়গুলোতে কোন পরীক্ষা নেওয়া হয়নি। অবরোধের কারণে কিছু অসাধু ব্যবসায়ী চাহিদার ঘাটতির কারণ দেখিয়ে বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে।
১৮ দলের ডাকা অবরোধে পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব সদস্যরা সতর্কাবস্থায় আছেন। জেলা ও উপজেলা শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন।
অবরোধের প্রথম দিন মঙ্গলবার জেলায় চারজনকে পুলিশ আটক করলেও দিত্বীয় দিনে কোন আটক নেই।
(দ্য রিপোর্ট/আরআর/এমএআর/নভেম্বর ২৭, ২০১৩)