লক্ষ্মীপুরে মেয়রের বাসভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের বাসভবন ও পৌর কার্যালয় লক্ষ্য করে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপি-জামায়াতকর্মীরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পৌর মেয়রের পারিবারিক সূত্রে জানা গেছে, ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন দুপুরে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি পৌর মেয়রের বাসভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ২-৩টি ককটেল বিস্ফোরণ ঘটনায় বিএনপি-জামায়াতকর্মীরা। এ ছাড়া মিছিলের আগে পৌর অফিস কার্যালয়ের সামনেও ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পৌর মেয়র শহরের শাঁখারীপাড়ায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, পৌর মেয়রের বাসভবন লক্ষ্য করে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এএস/নভেম্বর ২৭, ২০১৩)