রিপোর্ট২৪ ডেস্ক : ১৯তম ‘কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু হবে আগামী ১০ নভেম্বর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার এ ঘোষণা দেন।

ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বচ্চন পরিবার। আরও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের ব্রান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান এবং দক্ষিণ ভারতের সুপারস্টার কমল হাসান। অনুষ্ঠানে ভারতসহ গোটা বিশ্বের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

এই চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হবে সদ্যপ্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের মুক্তি না পাওয়া ‘সানগ্লাস’ চলচ্চিত্রটি।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/জেএম/অক্টোবর ২১, ২০১৩)