চাঁদপুরে পুলিশ-অবরোধকারী সংঘর্ষে আহত ১৫, আটক ১২
চাঁদপুর সংবাদদাতা : শহরের চিত্রলেখা মোড় ও হাজীগঞ্জ বাজারে বুধবার অবরোধকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবরোধকারীরা সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা থেকে বলাখাল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় অর্ধশত গাছ, গাছের গুঁড়ি ও পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে রাখে।
এদিকে শহরের মিশন রোড এলাকায় রেললাইনে আগুন দেয় পিকেটাররা। সকাল ১১টায় হাজীগঞ্জ বাজারে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে বিএনপি- জামায়াত কর্মীরা।
এ সময় ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ এবং বিএনপি নেতা নজরুল (৩৫), হানিফ (২৫) ও রিপনসহ (২২) ১২ জনকে আটক করে পুলিশ। এছাড়া একই উপজেলার রামপুর ও দিগচাইল গ্রামে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জেলা পুলিশ সুপার আমির জাফর আটকের বিষয়টি নিশ্চিত
করেছেন।
(দ্য রিপোর্ট/এমবি/এনডিএস/এমডি/নভেম্বর ২৭,২০১৩)