ঝিনাইদহে সড়ক অবরোধ, ভাঙচুর, আহত ২
ঝিনাইদহ সংবাদদাতা : জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়ক বুধবার সকালে অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অবরোধকারীরা এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে পিটিয়ে আহত করে। তিনটি মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি বর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, খালিশপুর বাজারে সকাল সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবরোধকারীরা আওয়ামী লীগ নেতা শন্টু চৌধুরী ও যুবলীগ নেতা আব্দুল জলিল বিসুকে পিটিয়ে আহত করে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ দুটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সকাল ১১টার দিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা এলে অবরোধকারীরা পিছু হটে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে পুলিশ দাবি করেছে।
এদিকে, জেলা শহরের চাকলাপাড়া মোড়ে সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে এবং কালীগঞ্জ উপজেলার লাউতলায় সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অবরোধকারীরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এছাড়া ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে ১৮ দলীয় নেতা-কর্মীরা রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
(দ্য রিপোর্ট/আরএইচ/এমএআর/নভেম্বর ২৭, ২০১৩)