অবরোধ প্রতিরোধে মাঠে নেই আওয়ামী লীগ
দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিলেও মাঠে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়।
তবে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা দাবি করেন, নির্বাচন কেন্দ্রভিত্তিক ১ হাজার ৬শ’ কমিটি নির্বাচন বিরোধী সকল প্রকার নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকবে।
বুধবার দেখা যায়, শুধু বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশ করছে। এদিন রাজধানীর মানিক মিয়া এভিনিউ, আড়ং, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউনহলের সামনে বেশ কিছু নেতাকর্মীকে চেয়ার নিয়ে রাস্তায় বসে থাকতে দেখা যায়।
অন্যদিকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েণ্টগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা যায়নি। বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় স্মরণী, আসাদগেট, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, মিরপুর বাংলাকলেজ, মিরপুর-১ নাম্বার গোলচত্বর, সনি সিনেমা হল চত্বর, মিরপুর-১০ নাম্বার গোলচত্বর, কাজী পাড়া, শেওড়া পাড়া, আগারগাও, তেজগাও, মগবাজার, মালিবাগ এলাকায় কোন নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি।
তবে বিষয়টি অস্বীকার করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী। তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘অবরোধ প্রতিরোধে আমাদের ১হাজার ৬শ’ কমিটি মাঠে রয়েছে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দ্য রিপোর্টকে বলেন, ‘এইগুলো পরে সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত।’
(দিরিপোর্ট/এইউএ/এআইএম/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)