দ্য রিপোর্ট প্রতিবেদক : সদ্য নিবন্ধিত বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন এবং দাখিলের সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর আবেদন জানিয়েছে।

সংগঠনের পরিচালনা বোর্ড প্রধান আবু লায়েস মুন্না মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবরে ওই আবেদন জানান।

আবেদনে মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের সময় পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, ঘোষিত তফসিলানুযায়ী নির্ধারিত সাত দিনের মধ্যে ২৯ ও ৩০ নভেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উত্তোলন ও দাখিলের জন্য মাত্র পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।

তাদের দাবি, এই কয়েকদিন রাজনৈতিক অস্থিরতার কারণে যথাসময়ে ও নির্বিঘ্নে মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল করা সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে দলটি নির্বাচন কমিশনের কাছে সময়সীমা আরো দুই সপ্তাহ বাড়ানোর আবেদন জানিয়েছে।

(দ্য রিপোর্ট২৪/এম/এআইএম/নভেম্বর ২৭, ২০১৩)