চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম নির্বাচন কমিশনের কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর জামালখান বাইলেইনে জেলা নির্বাচন কমিশনের কার্যালয় লক্ষ্ করে দুর্বৃত্তরা পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ সময় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

কোতোয়ালী ভারপাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম জানান, কয়েকজন অজ্ঞাত লোক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভিতর দিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এসবি/নভেম্বর ২৭, ২০১৩)