জাপানী মেয়ের প্রেম !
দিরিপোর্টডেস্ক : জাপানী মেয়ে মিনামি ভালোবাসে মতিন নামের এক বাংলাদেশী ট্যাক্সি-ক্যাব চালকের। সে মতিনকে ছাড়া কিছুই ভাবতে পারে না। মতিনও পারে মিনামিকে ভুলতে?
এ সবকিছুই সাজ্জাদ স্বপনের রচনা ও ইমরান হোসেন ইমুর পরিচালনায় ‘ওগো বিদেশিনী টু’ নাটকের অংশ।
নাটকের কাহিনীতে দেখা যাবে- মিনামি জাপান থেকে ট্যাক্সি-ক্যাব চালক মতিনের প্রতি ভালোবাসার টানে বাংলাদেশে পাড়ি জমিয়েছে। আর মতিন গ্রামের বাড়িতে মিনামির ভালোবাসার স্মৃতি নিয়ে পড়ে আছে। এদিকে মতিনের বাল্য প্রেমিকা ঝুমুর মতিনকে পেয়ে ভালোবাসার পুনরাবৃত্তি ঘটাতে চায়। এমনই সময় মিনামি মতিনের গ্রামের বাড়িতে পৌঁছায়। মিনামি মতিনতে বিয়ে করে জাপানে নিয়ে যেতে চায়। মতিন বিয়ে করতে রাজি কিন্তু জাপানে যেতে রাজি নয়। এর পর মিনামি কী করল- তা জানতে চোখ রাখুন নাটকটিতে।
নাটকটিতে অভিনয় করেছেন- আরফান আহমেদ, মিনামি ইশা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
এটিএন বাংলায় ২৮ নভেম্বর রাত ১১টায় প্রচার হবে ‘ওগো বিদেশিনী-২’।
(দিরিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২৭, ২০১৩)