ইসলাম নিষিদ্ধের ঘোষণা অস্বীকার অ্যাঙ্গোলার

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি ইসলাম ধর্ম নিষিদ্ধ ও মসজিদ বন্ধের ঘোষণা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ ও সমালোচনার পর বিষয়টিকে অস্বীকার করলো অ্যাঙ্গোলার সরকার। খবর আলজাজিরার।
দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি অংশ ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্সের পরিচালক ম্যানুয়েল ফার্নান্দো বুধবার বলেন, ‘অ্যাঙ্গোলায় ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়নি।’
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রার্থনালয়গুলো বন্ধ বা ধ্বংস করার লক্ষ্যে সরকার কোনো পদক্ষেপ নেয়নি।’
কিন্তু স্থানীয় মুসলিমদের মুখপাত্র ডেভিড জা জানান, সরকার বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জমির বৈধতা, দালনোর লাইসেন্স ও অন্যান্য দরকারি কাগজপত্রের অভাবে ওই মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে।
উইগ (কারমোনা) প্রদেশের এক প্রত্যক্ষদর্শী জানান, বন্ধ করা মসজিদগুলো পশ্চিম ও উত্তর আফ্রিকা থেকে আসা প্রবাসীরা নির্মাণ করেছিলেন।
এর আগে অ্যাঙ্গোলায় ইসলাম নিষিদ্ধের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী তা ব্যাপক সমালোচিত হয়। এ ঘটনায় মুসলিম বিশ্ব বিরূপ প্রতিক্রিয়া দেখায়।
(দ্য রিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)