সিরিয়ার সরকার-বিদ্রোহী শান্তি আলোচনা
আলোচনা করলেও ক্ষমতা ছাড়বে না আসাদ সরকার

দ্য রিপোর্ট ডেস্ক : বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিলেও ক্ষমতা ছাড়বে না বলে জানিয়েছে সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকার। বিদ্রোহীদের বাশার আল-আসাদের পদত্যাগের দাবিকে ‘বিভ্রম ও স্বপ্ন’ বলে আখ্যায়িত করেছে সরকার। খবর আলজাজিরার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সানা বার্তাসংস্থার মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, জানুয়ারিতে জেনেভায় অনুষ্ঠেয় আলোচনায় অংশ নেবে সরকার। তবে বাশার আল-আসাদ ক্ষমতা ছাড়বেন না।
বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকারের পতন ঘটিয়ে কলোনিজম প্রতিষ্ঠার দিন শেষ। তাদের স্বপ্ন থেকে জাগা উচিত। তারা যদি এখনও এ বিভ্রমের মধ্যে থাকে, তাহলে তাদের আলোচনায় অংশ নেওয়ার প্রয়োজন নেই।’
ক্ষমতা ছাড়তে সিরিয়ান সরকার জেনেভায় আলোচনায় অংশ নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে, বিদ্রোহী দল জানিয়েছে সরকারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জেনেভা আলোচনায় অংশ নেবে না।
জাতিসংঘের উদ্যোগে জেনেভায় দ্বিতীয়বারের মতো সিরিয়ান সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনা হতে যাচ্ছে।
(দ্য রিপোর্ট/এসকে/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)