দ্বিতীয়দিনের শুরুতেও সূচক নিম্নমুখী

লেনদেন শুরুর ৩০ মিনিট পর বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ পয়েন্ট কমে তিন হাজার ৭৩৭ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
অপরদিকে সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো-জেএমআই সিরিঞ্জ, ডেল্টা লাইফ, বিএসসিসিএস, বিডি বিল্ডিং, অরগান ডেনিম, তাল্লু স্পিনিং, বিএসসি, স্কয়ার ফার্মা ও সিএমসি কামাল।
অন্যদিকে, রোববার ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৭১ পয়েন্ট কমে তিন হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করে এবং লেনদেন হয় ১১০ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ১০৯ কোটি টাকা।
(দিরিপোর্ট২৪/এএস/জেএম/অক্টোবর ২১, ২০১৩)