সিপিবির সমাবেশে বোমা হামলার অভিযোগপত্র পেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৩ বছর পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় অভিযোগপত্র পেশ করা হয়েছে।
মুফতি হান্নানসহ ১৩ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে বুধবার এ অভিযোগপত্র পেশ করেন সিআইডির ইন্সপেক্টর মৃণাল কান্তি সাহা।
মুফতি হান্নান ছাড়াও অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- মইনুদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা ছাব্বির আহমেদ, শওকত ওসমান, শেখ ফরিদ, মশিউর রহমান, মুফতি আব্দুল হাই, শফিকুর রহমান, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন ও রফিকুল ইসলাম মিরাজ।
প্রসঙ্গত: ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির লাল পতাকার সমাবেশে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচজন নিহত ও শতাধিক আহত হয়্। এ ঘটনায় সিপিবির সভাপতি বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। এই মামলার সাক্ষী ১০৭ জন।
(দ্য রিপোর্ট/এএইচ/এআইএম/এসবি/নভেম্বর ২৭, ২০১৩)