দ্য রিপোর্ট প্রতিবেদক : এক সময় ফুটবল খেলতেন, এখন ফুটবল শেখান। ঘরোয়া ফুটবলে খুব জনপ্রিয় মুখ কোচ কামাল বাবু। বর্তমানে রহমতগঞ্জের কোচ হলেও তার কোচিং ক্যারিয়ার অনেক লম্বা। ফরাশগঞ্জ, দ্বীপালী, সানরাইজ, ইয়াংমেন্স ক্লাব ফকিরেরপুল, ওয়ারী, আরামবাগ ও শেখ রাসেলের মতো দলকে কোচিং করিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে তার পছন্দের তালিকার শীর্ষে রয়েছে স্বাগতিক দল। শুধু তিনিই নন, তার ফুল ফ্যামিলি ব্রাজিলের সমর্থক বলে দাবি করেছেন কামাল।

স্বাগতিক হিসেবে ফেভারিট ব্রাজিল এটা মানতে নারাজ তিনি। বলেছেন, ‘স্বাগতিক বলে পেশার বেশি থাকে। এটা একটা বাড়তি চাপ। তাই স্বাগতিক হিসেবে আমি ব্রাজিলকেই ফেভারিট বলতে পারছি না। তবে এ কথা সত্যি, ব্রাজিলের আবহওয়ার সঙ্গে ইউরোপের টিমগুলো মানিয়ে নিতে পারবে না।’

ব্রাজিল একটা টিম হিসেবেই খেলবে বলে মনে করছেন কামাল বাবু। বলেছেন, ‘অনেকেই বলছে নেইমার নির্ভর টিম ব্রাজিল। অনেকের সঙ্গে আমি একমত না। কারণ আমি সাধারণ দর্শক না। আমার কাছে মনে হয় তাদের দলীয় শক্তিই বড়। তারা একটা টিম হিসেবে খেলে।’

ব্রাজিলের মূলশক্তি মিডফিল্ড। এমনটাই মনে করছেন কামাল বাবু। তিনি বলেছেন, ‘ব্রাজিলের শাক্তিশালী দিক তাদের মিডফিল্ড। পালিনহো, অস্কার ফার্নান্দেদেস ও ফার্নানদিনহোর মতো খেলোয়াড় রয়েছে তাদের। যারা বিশ্বের নামিদামি ক্লাবগুলোতে খেলছেন।’

ব্রাজিল ছাড়া কামাল বাবুর দ্বিতীয় পছন্দের দল জার্মানি। তবে এবার বেলজিয়াম চমক দেখাবে বলে মনে করছেন তিনি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এইচ/জুন ১৪, ২০১৪)