তেজপালকে পুলিশের কাছে হাজির হওয়ার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক : সহকর্মীকে ধর্ষণের মামলায় তেহেলকা সম্পাদক তরুণ তেজপালকে (৫০) বৃহস্পতিবার বিকাল ৩টায় গোয়া পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তার জামিন আবেদনের প্রেক্ষিতে দিল্লি আদালত বুধবার এ নির্দেশ দেয়। খবর এনডিটিভির।
এ সময় শুক্রবার তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আদালত। একইসঙ্গে আদালত তেজপালকে গ্রেফতার না করার আবেদন খারিজ করে দিয়েছে।
চলতি মাসের শুরুতে এক জুনিয়র সহকর্মীকে একটি ফাইভ স্টার হোটেলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে তেজপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পত্রিকাটির সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৭, ২০১৩)