কুমিল্লা সংবাদদাতা : বিএনপির ২ নেতা নিখোঁজ এবং ১০ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে লাকসাম উপজেলা বিএনপি। কুমিল্লা (দঃ) জেলা বিএনপির সহ-সভাপতি কর্ণেল (অব.) আনোয়ারুল আজিম এ কর্মসূচি ঘোষণা করেন।

জানা যায়, বুধবার সাড়ে ১০টা থেকে ১২ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করা হয়। তাৎক্ষণিক আটককৃতদের নাম জানা যায়নি।

এদিকে রাত ১০টার পর লাকসাম উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি সাইফুল ইসলাম হিরো এবং পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজ মাইক্রোবাস যোগে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ সীমান্তের আলিশ্বর এলাকা থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়।

এঘটনার পর থেকে তারা নিখোঁজ রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বলছে আমরা সন্ধ্যার পর থেকে এই ধরনের কোন প্রকার অভিযান পরিচালনা করিনি।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের দ্য রিপোর্টকে জানান, কুমিল্লা র‌্যাব-১১ এর বিশেষ একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীসহ ১০ জনকে আটক করে। রাত সাড়ে ১২টায় তাদের থানায় হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/এপি/নভেম্বর ২৮, ২০১৩)