লক্ষ্মীপুর প্রতিনিধি : লোডশেডিংয়ের প্রতিবাদে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক অবরোধ করে স্থানীয় জনতা।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রামগতি সড়কের ভবানীগঞ্জ ও মিয়ারবেড়ী এলাকায় অবরোধ করা হয়।

ভবানীগঞ্জ এলাকার আবদুর রহিম, জালাল আহমদসহ অনেকে জানান, তারা লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিদ্যুৎ গ্রাহক। প্রতিদিন গরমে অব্যাহত লোডশেডিংয়ের ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় প্রতিদিন রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

তাদের অভিযোগ, প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে ১৮ থেকে ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শত শত গ্রামবাসী সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ করতে থাকে।

এদিকে অবরোধের ফলে ওই রুটে চলাচলকারী সকল যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে হাজার হাজার যাত্রীর।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএস-জিএস) মো. মাহে আলম দ্য রিপোর্টকে বলেন, ‘আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ওই এলাকায় দৈনিক ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’

(দ্য রিপোর্ট/এনইউ/এফএস/এমডি/সা/জুন ১৫, ২০১৪)