স্লেজিং বিতর্কে ওয়ার্ন উত্তাপ
দ্য রিপোর্ট ২৪ ডেস্ক : ক্রিকেটের যারা খোঁজ রাখেন তাদের কাছে ঘটনা পুরানোই মনে হবে। ম্যাচ চলাকালে ‘ঘুসি মেরে মুখ ভেঙে দেব’ এমন হতেই পারে। এই নিয়ে বেধেছিল গোলও।
অ্যাসেজের প্রথম ম্যাচে টেস্ট অভিসিক্ত জর্জ বেইলির ভাষ্যমতে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন তাকে ওমন কথাই বলেছেন৷ ফলে রেগে-মেগে অ্যান্ডারসনকেও একহাত নিয়েছেন মাইকেল ক্লার্ক৷ টুইটারে এমন দাবি খোদ শেন ওয়ার্নের৷ যার ফলে স্লেজিং বিতর্কে উত্তাল অ্যাসেজে উত্তাপ ছড়িয়েছে। আকষ্মিক এমন বার্তায় স্লেজিং বিতর্কে নতুন মোড় নিয়েছে।
গালাগাল করায় শাস্তি হয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের৷ তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে৷ কারণ প্রমাণ ছিল; স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে ক্লার্ক গালাগাল করছেন অ্যান্ডারসনকে৷ একই অপরাধে একজনের শাস্তি, আর অন্য জনের ছাড়; বিষয়টি মানতে পারছেন না ‘নানা বির্তকের’ নায়ক ওয়ার্ন৷ তিনি নাইন নেটওয়ার্ক কমেন্ট্রি টিমের সদস্য৷ স্টাম্প মাইক্রোফোনে রেকর্ড হওয়া সব কথাবার্তাই শুনেছেন৷ আর সেখানেই তাঁর কানে এসেছে বেইলিকে অ্যান্ডারসনের হুমকি৷ ওয়ার্ন টুইটারে প্রশ্ন তুলেছেন, ‘আমার মনে হয় শুধু ক্লার্ককে জরিমানা করাটা অন্যায় হয়েছে৷ জিমি অ্যান্ডারসন যা বেইলিকে বলল তা স্পষ্ট শোন যায়নি৷ তবে খেয়াল করলে বোঝা যাবে ঘুসি মেরে মুখ ভেঙে দেব- এ জাতীয় কথা শুনতে হয় বেইলিকে।’
ওয়ার্নের আক্ষেপ ফুটে উঠেছে তাঁর টুইটেই; সেখানে তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে ক্লার্কের প্রতিক্রিয়াটাই শোনা গিয়েছিল৷ কিন্তু আমরা সবাই শুনেছি যে আগে অ্যান্ডারসনই বেইলিকে হুমকি দিয়েছিল৷ সতীর্থের পাশে দাঁড়ানোর জন্যই ক্লার্ক মুখ খোলে৷’ প্রতিপক্ষ শিবিরের ক্রিকেটারদের কটাক্ষ করতেও ছাড়েননি ওয়ার্ন৷ বলেছেন, ‘স্লেজিং করলে তোমাকে পাল্টা শোনার জন্যও তৈরি থাকতে হবে৷ অন্য কেউ কিছু বললেই অভিযোগ করলে হবে না৷’
অবশ্য শেষ পর্যন্ত প্রথম টেস্টে খড়কুটোর মতো উড়ে গিয়েছে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড৷ বরাবরই মজার মন্তব্য করায় পটু ওয়ার্ন তা নিয়ে রসিকতাও করেছেন৷ অ্যান্ডারসনকে উদ্দেশ্য করে ওয়ার্নের ব্যঙ্গ, ‘আমার মনে হয় যে ভাবে খেলাটা চলছিল; তাতে ও (অ্যান্ডারসন) বিব্রত হয়ে পড়েছিল৷’
ওয়ার্ন মুখ খোলায় নিঃসন্দেহেই স্লেজিং বিতর্ক ভিন্ন মাত্রা পেয়েছে৷ কিন্তু এ সবের মধ্যে আবার ফাঁপরে পড়েছে টিভি সম্প্রচারক চ্যানেল নাইন সংস্থা৷ স্টাম্প মাইক্রোফোন মারফত ক্রিকেটারদের বক্তব্য সম্প্রচার হওয়ার কোনও নিয়ম নেই৷ যা নিয়ে সরব হয়েছেন স্টিভ ওয়াহ৷ তবু ক্লার্কের বক্তব্য, লাইভ সম্প্রচার হয়ে যাওয়ায় ক্ষমা চেয়ে নিয়েছে চ্যানেল নাইন কর্তৃপক্ষ৷
(দ্য রিপোর্ট ২৪/এএস/এমআই/নভেম্বর ২৮, ২০১৩)