দ্য রিপোর্ট ডেস্ক : চলতি বছরে কেবল অভিনয়ের জন্যই নয়, বরং নিজের উদ্ভট ফ্যাশনের জন্যও সবার নজর কেড়েছেন কঙ্গনা রানাউত। এ কারণে অনেকেই তাকে তুলনা করেন পপ গায়িকা লেডি গাগার সঙ্গে।

এতে অবশ্য কঙ্গনার আপত্তি রয়েছে। কঙ্গনা বলেন, ‘গাগার সঙ্গে আমার তুলনা চলছেই। কিন্তু আমার মনে হয় না, তার সঙ্গে আমাকে তুলনা করা উচিত। কারণ তিনি একজন গায়িকা আর আমি হলাম অভিনেত্রী।’

কঙ্গনা আরো বলেন, ‘নিজেদের ফ্যাশনের ব্যাপারে প্রতিটি মেয়ে এখন সাহসী। মাইলি সাইরাস কিংবা লেডি গাগা, প্রত্যেকেই নিজেদের ফ্যাশন নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন। আমার মনে হয় ভারতেও নারীদের নিজেদের ফ্যাশন নিয়ে এমন কিছু করা উচিত, যা তাকে আরো শক্তিশালী করে তুলবে।’

(দিরিপোর্ট/ওএস/এমসি/নভেম্বর ২৮, ২০১৩)