চট্টগ্রামে মিনিট্রাক বসতঘরে, আহত ৪
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর ঝাউতলার পাহাড়িকা আবাসিক এলাকার একটি বসতঘরে পণ্যবাহী মিনিট্রাক ঢুকে ৪ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে রবিবার সন্ধ্যা ৭টার দিকে।
ঘটনাস্থল থেকে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশের পাহাড়িকা আবাসিক এলাকার রমিজ উদ্দিন রুমির বাসস্থানে ঢুকে পড়ে একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো ঠ- ১১-২৮৪৭)। এতে ওই বসতঘরের দুজনসহ ট্রাকের চালক ও হেলপার আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত বসতঘরের মালিক রমিজ উদ্দিন রুমি জানান, হঠাৎ করে ট্রাকটি বসতঘরে ঢুকে পড়লে তার দুই ভাগিনা রাসেল (১২) ও আশিক (২২) গুরুতর আহত হন। এ ছাড়া ঘরটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারও আহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।
রুমি আরও জানান, গত রোজার সময়ও এ এলাকার বসতঘরে ট্রাক ঢুকে পড়েছিল। এরপর ওই সড়কে স্পিডব্রেকার দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাছে অনেকবার ধর্না দেওয়া হয়। কিন্তু বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় আবারও দুর্ঘটনা ঘটল।
(দ্য রিপোর্ট/এআই-কেএইচ/এনডিএস/সা/জুন ১৫, ২০১৪)