দিলকুশায় গাড়ি ভাঙচুর, আটক ১
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর দিলকুশায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩ নং গেটের সামনে ২৫-৩০ জন অবরোধকারী রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঘটা এ ঘটনায় বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থানরত ৩টি লেগুনাতে ভাঙচুর চালায় ও আগুন দেওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ আসলে তারা স্টেডিয়ামের ভিতর ঢুকে পড়ে। পুলিশ ২-৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ রাজিব নামে একজনকে আটক করে।
এ বিষয়ে মতিঝিল জোনের এসি পেট্টোল মহিউদ্দিন আহমদ দ্য রিপোর্টকে বলেন, পুলিশ আসতে আসতেই অবরোধকারীরা গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। আমরা তল্লাশি চালিয়ে ১ জনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজিব নামে আটক ওই ব্যক্তি একাই তিনটি লেগুনার কাঁচ ভেঙেছে। তবে রাজিব এই অভিযোগ অস্বীকার করে।
দ্য রিপোর্ট/এনডি/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)