নেইমারের চেহারায় সুইট সুইট ব্যাপার আছে : বিউটি
দ্য রিপোর্ট প্রতিবেদক : লালনকন্যা খ্যাত শিল্পী নাসরিন আক্তার বিউটির ফেভারিট দল ব্রাজিল। ব্রাজিলের নেইমারকে তার ভীষণ পছন্দ। তিনি জানিয়েছেন, ‘ফেসবুকে বা কোথাও কেউ ব্রাজিল বা নেইমারকে কিছু বললে আমিও আর্জেন্টিনা দলের হিরো মেসিকে মজা করে মাছি বলি।’
বিউটি বলেছেন, ‘ছোটবেলায় আমি ক্রিকেট বেশি খেলেছি। ফুটবলও খেলেছি, তবে অল্প। ছেলেদের প্রায় সব খেলাই খেলেছি। সারাদিনই গাছে চড়ে বসে থাকতাম, সাইকেল চালাতাম। বাবা-মা এ জন্য বলত, আমার নাকি বিয়ে হবে না! হা হা হা। আমি হাই স্কুল জীবন পার করেছি সাইকেল চালিয়ে। সাইকেল চালিয়েই স্কুলে যেতে হতো আমাদের।’
বিউটির ভাষ্যমতে, ‘নেইমার ব্রাজিলের জন্য আশীর্বাদ। নেইমারের চেহারায়ও একটা সুইট সুইট ব্যাপার আছে। সব মিলিয়ে নেইমার এবং ব্রাজিলই এই বিশ্বকাপে আমার ভরসা। আমি জানি ব্রাজিলই এবারের বিশ্বকাপ জিতবে। ব্রাজিলের জন্য আমার পক্ষ থেকে আগাম অভিবাদন।’
(দ্য রিপোর্ট/এআর/সিজি/এজেড/জুন ২০১৪)