দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ সির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত হয়েছেন সেনাবিাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, আইজিপি, র‌্যাবের ডিজি, কোস্টগার্ডের ডিজি, আনসার ভিডিপির ডিজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা। ই্সি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার সময় এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, বর্তমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েন হতে পারে।

(দ্য রিপোর্ট/ এমএস/এমডি/ নভেম্বর ২৮, ২০১৩)